১৬ ডিসেম্বর, ১৯৭১ <br /><br />বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন<br /><br />বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে <br />মাথা উঁচু করে দাঁড়ানোর দিন<br /><br />৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের <br />১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে <br /><br />হানাদার পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য<br />যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে<br /><br />পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন <br />স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে <br /><br />১৪ ডিসেম্বরই বোঝা গিয়েছিল<br />পাকিস্তানি বাহিনীর মরণঘণ্টা বেজে গেছে<br /><br />ঢাকা থেকে রাওয়াল পিন্ডিতে বার্তা পাঠানোর সংখ্যা<br />সেদিন অনেক বেড়ে গিয়েছিল আকস্মিক ভাবে<br /><br />এই সব বার্তায় ফুটে উঠছিল চরম হতাশার সুর<br /><br />১৫ ডিসেম্বর দিনটি শুরু হয়েছিল <br />পূর্ব পাকিস্তানে সরকারবিহীন পরিস্থিতিতে <br /><br />বাতাসে পাওয়া যাচ্ছিল আত্মসমর্পণের আভাস<br /><br />১৬ ডিসেম্বর, সকাল ১০ টা বেজে ৪০ মিনিট<br /><br />যৌথবাহিনী ঢাকাতে প্রবেশ করে<br /><br />এর আগেই বঙ্গবীর কাদের সিদ্দিকী <br />সহযোদ্ধাদের নিয়ে ঢাকায় ঢুকে পড়েন<br /><br />জাতিসংঘ শরণার্থী বিষয়ক কর্মকর্তা জন কেলি <br />সকালে ঢাকা সেনানিবাসের কমান্ড বাঙ্কারে পৌঁছেন<br /><br />সেখানে লে. জেনারেল নিয়াজীকে পাওয়া যায় না <br />বিধ্বস্ত অবস্থায় ছিলেন জেনারেল রাও ফরমান<br /><br />রাও ফরমান জন কেলিকে জানান <br /><br />মিত্রবাহিনীর কাছ থেকে তারা <br />আত্মসমর্পণের প্রস্তাব মেনে নিয়েছে<br /><br />মিত্রবাহিনীর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় <br />এই খবরটি তাদের জানাতে পারছে না<br /><br />জন কেলি রাও ফরমানকে জাতিসংঘের <br />বেতার সংকেত ব্যবহারের প্রস্তাব দেন<br /><br />বিকেল সাড়ে ৪টা<br />আত্মসমর্পণের জন্য সময় নির্ধারণ হয়<br /><br />ঢাকাবাসী যখন এই <br />আত্মসমর্পণের সময় জানতে পারল <br /><br />তখন তারা মেতে উঠে আনন্দ উল্লাসে<br /><br />রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য<br /><br />পাকবাহিনীর জয়েন্ট কমান্ডার <br />লেফটেনেন্ট জেনারেল নিয়াজি <br /><br />পরাজয় স্বীকার করে <br />আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন<br /><br />যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন <br />লেফটেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরা<br /><br />বাংলাদেশ সেনাবাহিনীর সেসময়ের <br />ডেপুটি কমান্ডার-ইন-চীফ ইয়ার কমডোর <br /><br />এ কে খন্দকার উপস্থিত ছিলেন <br />এই স্মরণীয় অনুষ্ঠানে<br /><br />প্রায় ৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে <br /><br />২য় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল <br />সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা<br /><br />অভ্যুদয় হলো বাংলাদেশের